ফুটবল
এখন মাঠে

ইকুয়েডরের বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা

২০২৪ কোপা আমেরিকা সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা। ফিফা প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায়।

২০২২ কাতার বিশ্বকাপজয়ী মেসি-ডি পলদের দুর্দান্ত ফর্ম এখনো চলছে। বিশ্বকাপ জয়ের পর এবার মেসিদের পাখির চোখ কোপা শিরোপা ধরে রাখার মিশনে। 

সবশেষ ১২ আন্তর্জাতিক ম্যাচে মাত্র ১ ম্যাচ হেরেছে লা আলবিসেলেস্তারা। দলের জন্য আরও সুখবর, চলতি বছরে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে অধিনায়ক লিওনেল মেসিকে। এছাড়াও ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে পারেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। 

অন্যদিকে মাঠ ও মাঠের বাইরে ইকুয়েডরের সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ ৬ ম্যাচে তাদের ৩ জয়ের বিপরীতে ২ ড্র ও ১ হারের দেখা পেয়েছে। ইনজুরির কারণে তারা লেফট ব্যাক পেরভিস এস্তুপিনানকে পাচ্ছে না। 

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর কোপা আমেরিকার মূল লড়াই শুরুর আগে গুয়াতেমালার বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর