ফুটবল
এখন মাঠে
0

আটালান্টার বিপক্ষে জিতেও বিদায় লিভারপুলের

আটালান্টার বিপক্ষে জয় পেলেও শেষ পর্যন্ত ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘণ্টা বাজলো লিভারপুলের। এই হারে অবশ্য অলরেডদের বিদায়ী কোচ ইয়োর্গেন ক্লপের হাতছাড়া হলো আরও একটি শিরোপা জয়ের সম্ভাবনা। এখন সামনে শুধুই ভরসা প্রিমিয়ার লিগ।

২০১৫ সাল থেকে লিভারপুলের সঙ্গে পথচলা। দীর্ঘ ৯ বছরের কোচিং ক্যারিয়ারে অলরেডদের লিগ শিরোপা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগের সেরা হওয়ার খেতাবও এনে দিয়েছেন। তবে এই পথে যে আর বেশিদিন তিনি হাঁটবেন না তা জানুয়ারিতে বলে দিয়েছিলেন ইয়োর্গেন ক্লপ। তাই তো লিভারপুল ভক্তরা আশায় বুক বেধেছিলেন ইউরোপা লিগের ফাইনালে ক্লপকে বিদায় জানাবেন।

কিন্তু সেই স্বপ্ন আর সালাহ বাহিনীর পূরণ হলো না। কোয়ার্টার ফাইনালে আটালান্টার বিপক্ষে জিতলেও প্রথম লেগে ৩-০ গোলের হারে বিদায় ঘণ্টা বেজেছে লিভারপুলের। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি থেকে সালাহর গোল আশা জাগালেও ম্যাচে বাকি দীর্ঘ সময় প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ অলরেডরা।

অবশ্য দলকে বিদায় বলার পরও ক্লপের প্রস্থানকে রাঙিয়ে দিতে পারতো লিভারপুল। এ বছর মোট ৪টি শিরোপা জয়ের হাতছানি ছিল ক্লপের সামনে। এর মধ্যে লিগ কাপটা নিজেদের করে নিতে পারলেও এফএ কাপে ম্যানইউয়ের বিপক্ষে দলটিকে হারতে হয়েছে। ইউরোপা লিগ জয়েরও সুযোগ ছিল। এখন শুধু সম্ভাবনা আছে প্রিমিয়ার লিগ জেতার। তবে সেটা খুব একটা সহজ হবে না ক্লপের দলের জন্য। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে তৃতীয় লিভারপুল। হাতে আছে আর ৬টি ম্যাচ।

আটালান্টার বিপক্ষে হারের পর অবশ্য ক্লপের চোখ তাই শুধুই প্রিমিয়ার লিগের দিকে। ইয়োর্গেন ক্লপ বলেন, ‘মিশ্র অনুভূতি হচ্ছে। আমরা বাদ পড়েছি। তবে ম্যাচ নিয়ে আমি সন্তুষ্ট। আমাদের সামনে লক্ষ্যটা কঠিন ছিল। ডাবলিনে যাওয়ার আশা করেছিলাম। কিন্তু সেটা হয়নি। এখন আমাদের সামনে শুধু একটি প্রতিযোগিতা আছে। সেখানে নিজেদের আমরা সবটুকু দেবো।’

লিভারপুলের সঙ্গে এই পথচলায় ক্লপের অর্জনে ৮টি শিরোপা আছে। এর মধ্যে সমান ১টি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ, এফ এ কাপ ও সুপার কাপের শিরোপা। এর মধ্যে ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমে সেরা ক্লাব কোচের খেতাবও পেয়েছেন বিদায়ী লিভারপুল কোচ।

এভিএস