ফুটবল
এখন মাঠে
0

তুর্কি কাপের ফাইনালে 'অদ্ভুতুড়ে' ঘটনা

তুর্কি কাপের ফাইনালে 'অদ্ভুতুড়ে' এক ঘটনার জন্ম দিল দেশটির ক্লাব ফেনারবাচে। ম্যাচ শুরুর মাত্র ১ মিনিট পরই মাঠ ছাড়েন ক্লাবটির ফুটবলাররা। এতে নিয়মানুযায়ী শিরোপা জিতে নেয় তাদের প্রতিপক্ষ গালাতাসারাই।

ফুটবল মাঠে হার জিত ছাড়াও অনেক ঘটনার সাক্ষী হন সমর্থকরা। এরমধ্যে কিছু মুহূর্ত আছে, যেগুলো কি না অনেক দিন মনে রাখার মতো। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে তুর্কি কাপের ফাইনাল দেখতে যাওয়া ফুটবল সমর্থকরা।

ম্যাচের এক মিনিটেই ফেনারবাচের জালে বল জড়ায় গালাতাসারাই। গোল করে ভক্তদের আনন্দে ভাসান আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি। গোল হজম করার পরই 'অদ্ভুতুড়ে' এক ঘটনার জন্ম দিয়েছে ফেনারবাচে। পিছিয়ে পড়ার পর কিক-অফের জন্য ফুটবলাররা প্রস্তুত থাকলেও দলটির কোচ খেলোয়াড়দের মাঠ ছাড়ার জন্য ইশারা দেন। পরক্ষণেই মাঠ থেকে বের হওয়া শুরু করেন ক্লাবটির ফুটবলাররা।

হুট করে কেউ এই ম্যাচ দেখতে বসলে তার জন্য বুঝা কঠিন হবে যে কেন ফেনারবাচের ফুটবলাররা মাঠ ছাড়লেন? মূলত একটা চাওয়া পূরণ না হওয়ায় প্রতিবাদস্বরূপ এই সিদ্ধান্ত নেয় ক্লাবটি। উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) ম্যাচ রয়েছে ফেনারবাচের। তুর্কিয়ে ফুটবল ফেডারেশনের কাছে তাদের অনুরোধ ছিল, সুপার কাপের ফাইনালটা যেন স্থগিত করা হয়। কিন্তু তা না মানায় অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলারদের মাঠে পাঠিয়ে এমন অভিনব প্রতিবাদ করেছে ক্লাবটি।

ফেনারবাচে আর খেলতে না চাওয়ায় নিয়মানুযায়ী জয় পেয়ে যায় গালাতাসারাই। শিরোপা জয়ের উল্লাসে মাতে তুর্কিয়ের বিখ্যাত ক্লাবটি।

এই টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল গেল বছরের ডিসেম্বরে। সেবার ম্যাচের আগে নিজেদের চাওয়া অনুযায়ী জার্সি পড়ে ওয়ার্মআপ করতে চেয়েছিল দু'দল। কিন্তু তা মানেননি আয়োজকরা। এ জন্য ম্যাচ স্থগিত হয়ে যায়। সেই বিতর্কের রেশ না কাটতেই আরও একটি বিতর্কের জন্ম দিয়ে শেষ হলো তুর্কি কাপের ফাইনাল।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর