বুন্দেসলিগায় এ মুহূর্তে দারুণ সময় পার করছে লেভারকুসেনের ফুটবলাররা। ২৬ ম্যাচ খেলে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান করছে ক্লাবটি। চলতি আসরে তারা লিগ টাইটেল জিততে পারলে রচিত হবে ইতিহাস। কারণ এখন পর্যন্ত পাঁচবার রানার্সআপ হলেও কখনো শিরোপা জেতেনি পুরনো এই ক্লাব। এখন তাদের মোট পয়েন্ট ৭০। বিপরীতে টেবিলের দুইয়ে থাকা বায়ার্নের সাথে ব্যবধান ১০ পয়েন্টের। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ক্ষীণ।
গেল ম্যাচেও ফ্রেইবার্গের বিপক্ষে জয় পেয়েছে জাবি আলোনসোর দল। হফেনহাইম ম্যাচেও যদি সেই ধারাটা ধরে রাখতে পারে তাহলে শিরোপার আরও কাছে চলে যাবে লেভারকুসেন। সবশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানও কথা বলছে ১২০ বছর বয়সী ক্লাবের পক্ষেই। ৩ জয়ের বিপরীতে হার মাত্র একটিতে। বলা যেতে পারে নিজেদের ধারাবাহিক খেলাটা উপহার দিতে পারলে ম্যাচটিতে পূর্ণ পয়েন্ট পাওয়া লেভারকুসেনের জন্য সময়ের ব্যাপার মাত্র।
একই দিনে মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে কিছুটা স্বস্তিতে মিউনিখ শিবির। গেল ম্যাচে চোট পাওয়া হ্যারি কেইন শঙ্কামুক্ত। তাই শনিবারের (৩০ মার্চ) ম্যাচে ক্লাবটির একাদশে ফিরতে যাচ্ছেন ইংলিশ তারকা। তাছাড়া আরেক ফরোয়ার্ড কিংসলে কোমানও খেলবেন ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে। তবে চোটাক্রান্ত অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের সার্ভিস এ ম্যাচে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। ডর্টমুন্ডের সাথেও বায়ার্নের পয়েন্ট ব্যবধান ১০। আপাতত ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে অবস্থান এমরে ক্যানদের। ম্যাচটিতে তাদের সামনে সুযোগ পয়েন্ট বাড়িয়ে নেয়ার। যদিও শিরোপা জয়ের সম্ভাবনা শেষ ডর্টমুন্ডের।
এদিকে লা-লিগায় আজ রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রতিপক্ষ লাস পালমাস। ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বার্সার অবস্থান আরও মজবুত হবে।
এদিন ইংলিশ প্রিমিয়ার লিগেও রয়েছে বেশ কয়েকটি ম্যাচ। আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে চেলসি, ম্যানইউ, টটেনহ্যাম ,অ্যাস্টন ভিলা।