ফুটবল
এখন মাঠে
0

পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার সাফের ফাইনালে ভারতের মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৭ এর যুবারা।

টুর্নামেন্টের শুরুতেই ভারতের কাছে হার আর পরের ম্যাচে মালদ্বীপের সাথে ড্র। সবমিলিয়ে সাফ আসরের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবার শঙ্কায় ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

তবে সেমিতে যাওয়ার সুযোগ থাকলেও মালদ্বীপ নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় ভারতের কাছে। মালদ্বীপের হারে সেমির দরজা খুলে যায় বাংলাদেশের।

সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তানের সাথে প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে ভাগ্য সুপ্রসন্ন হয় অনূর্ধ্ব-১৭ এর যুবাদের। হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া লড়াইয়ে শেষ পর্যন্ত পাকিস্তানকে হারাতে সক্ষম হয় বাংলাদেশ।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর