ফুটবল
এখন মাঠে
মেসিকে ছাড়াই জয় পেল আর্জেন্টিনা
মেসিকে ছাড়াই বছরের প্রথম জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের বিপক্ষে আলবিসেলেস্তারা জিতেছে ৩-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং জিওভানি লো সেলসো।

ম্যাচের ৮০ ভাগ সময়ই বল নিজেদের পায়ে রেখেছে আর্জেন্টিনা। আর এতেই বোঝা যায় কতটা দাপুটে ছিল আলবিসেলেস্তারা। তাই ম্যাচের প্রায় পুরোটা সময়জুড়েই আলভারেজ রোমেরোদের ঝড় সামলাতে হয়েছে এল সালভাদরকে।

আগেই ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে যায় আকাশী নীলদের প্রাণ ভোমরা লিওনেল মেসি। তবে, দলের সেরা তারকার অনুপস্থিতি মোটেও ভোগায়নি বিশ্বচ্যাম্পিয়নদের। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জিতেছে স্ক্যালোনির শিষ্যরা। যদিও দি মারিয়া এনজোদের এই ব্যবধান ম্যাচে তাদের দাপট বোঝাতে মোটেও যথেষ্ট নয়। পুরো খেলায় ২৪ বার গোলে শট নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে, এল সালভাদরের শট কেবল ২টি।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণ শানাতে থাকে আলবিসেলেস্তারা। তবে প্রথম সাফল্যটি আসে ম্যাচের ১৬ মিনিটে। কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে প্রথম লিড পায় বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের শেষভাগে। দলটির হয়ে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন মিড ফিল্ডার এনজো ফার্নান্দেজ। যদিও এরমাঝে একবার আক্রমণের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি এল সালভাদর। ফলে ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্ক্যালোনির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি ধরে রাখেন আলভারেজ, মার্টিনেজরা। ফলে ৫৩ মিনিটে লো সেলসো দলকে ৩-০ গোলে লিড এনে দেন। ম্যাচের বাকি সময় শুধু আর্জেন্টিনার আক্রমণই সামাল দিয়েছে সালভাদর। ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। যদিও ম্যাচে বেশকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারতো আকাশী নীলদেলর।

২৭ মার্চ পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে এই প্রীতি ম্যাচগুলোকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে স্ক্যালোনির শিষ্যরা।

এমএসআরএস