বৃহস্পতিবার (২১ মার্চ) বাফুফেতে এ কথা জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
গোলাম রব্বানী ছোটনের বিদায়ের পর এশিয়ান গেমস থেকে নারী দলের দায়িত্বে আসছেন কোচ সাইফুল বারী টিটু। এশিয়ান গেমসে জাপানের বিপক্ষে ৮-০ গোল হজম থেকে ডিসেম্বরে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উল্লাস সাবিনা-শামসুদের। তিন মাসের কম সময়ের মধ্যে তুরুপের তাশ উল্টে ফেলার গল্পই লেখা কেবল শুরু করেছে দেশি কোচ টিটু। তবে হঠাৎ করেই তাকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
টিটুর পরিবর্তে নারীদের দায়িত্ব তুলে দিয়েছেন ইংলিশ কোচ পিটার বাটলারের কাঁধে। তবে আপাতত মিয়ানমার নারীদের বিপক্ষে দুই ফ্রেন্ডলি ম্যাচে গুরুর পদ সামলাবেন বাটলার। যারা নিয়মিত দেশের ফুটবলের খবর রাখেন তারা ভালোই জানেই ইংল্যান্ড থেকে পিটারকে আনাই হয়েছে বাফুফে এলিট একাডেমি সামলাতে। তবে কি পরিকল্পবিহীন পথে ছুটছে বাফুফে।
বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, 'প্র্যাক্টিস ম্যাচ খেলে আসার পর আমরা সিদ্ধান্ত নিব। তার পারফরম্যান্স দেখে আমরা সিদ্ধান্ত নিব যে পিটর কি মেয়েদের সাথে থাকবে না কি থাকবে না।'
এপ্রিলে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে দু'বার মাঠে নামবে সানজিদা-আফিদারা। সেই ম্যাচের আগে এত কম সময়ে বাটলারের কোচিংয়ে নিজেদের মানিয়ে নিতে পারবেন তো খেলোয়াড়রা?
আফিদা খন্দকার বলেন, 'আমাদের নির্দিষ্ট কোনো পছন্দ নেই। ফেডারেশন যার কাছে কোচিং করতে বলবে আমরা তার কাছেই করবো। অনেকের কাছেই আমরা প্র্যাক্টিস করছি। সবাই খুবই ভালো।'
মিয়ানমারের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছরে প্রথম মাঠে লড়াইয়ে নামবে ফুটবল কন্যারা। গেলো বছরের শেষে সিঙ্গাপুরকে হারানোর উল্লাস এ বারও ধরে রাখার প্রত্যাশা খেলোয়াড়দের।