ফুটবল
এখন মাঠে
0

বার্সার ইয়ামালকে চায় পিএসজি; ২শ' মিলিয়ন ইউরো দিতে রাজি

এবার বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামালকে কেনার আগ্রহ প্রকাশ করেছে ফরাসি ক্লাব পিএসজি। আর এজন্য ২শ' মিলিয়ন ইউরো দিতে রাজি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপ্পের বিকল্প হিসেবেই বার্সার এই তরুণ ফুটবলারের দিকে ঝোঁক ফরাসি ক্লাবটির।

দলবদলের বাজারে বরাবরই বার্সেলোনার ফুটবলারদের উপর নজর রাখে পিএসজি। যার শুরুটা হয় ২০১৭ সালে রেকর্ড পরিমাণে অর্থের বিনিময়ে বার্সা থেকে নেইমারকে দলে ভিড়িয়ে। এরপর কাতালান ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলার মেসিকে নিয়ে নেয় ২০২২ সালে। এবার পিএসজি'র টার্গেট উদীয়মান তারকা লামিন ইয়ামাল।

মূলত কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকেই দলটি নেমে পড়ে বিকল্প ফুটবলারের খোঁজে। যে তালিকায় আছে হালের ভিক্টর ওশিমেন, সালাহসহ আরও অনেকে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, এই তালিকায় সবার উপর আছেন বার্সার লামিন ইয়ামাল। আর এজন্য ২শ' মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত পিএসজি।

বার্সার হয়ে অভিষেকের পর থেকেই দ্যুতি ছড়াচ্ছেন নিয়মিত। এরইমধ্যে একাধিক রেকর্ডও গড়েছেন এই স্প্যানিশ ফুটবলার। গোল দেয়া ও সহযোগিতায় আছে সমান দক্ষতা। এমন একজনকে দলে পেতে অঢেল অর্থ ব্যয় করাটাও স্বাভাবিক। তবে এতো অর্থের বিনিময়েও এই উদীয়মান ফুটবলারকে পাওয়া কঠিন ব্যাপার তার রিলিজ ক্লজের কারণে। যেখানে তার দাম ধরা আছে ১ বিলিয়ন ইউরো।

শুধু তাই না, বার্সার সাথে ইয়ামালের চুক্তিটা ২০২৬ সাল পর্যন্ত। এমনকি এই চুক্তি বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত করার কথাও চলছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি কোন পক্ষই।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর