আগামী ১২ জুন অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। এর আগে সেলেসাওরা আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকোর বিপক্ষে। এবারের কোপা আমেরিকা আসরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে ডি গ্রুপে।
প্রতিপক্ষ হিসেবে তারা পাবে কলম্বিয়া ও প্যারাগুয়েকে। তাছাড়া কনক্যাকাফ অঞ্চলের প্লে অফ থেকে আসা একটি দলকেও লড়াই করতে হবে ব্রাজিলের সঙ্গে।
এদিকে ভিসা জটিলতায় প্রতিপক্ষ বদলেছে আর্জেন্টিনা। নাইজেরিয়া ফুটবল দল যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় কোস্টারিকার বিপক্ষে খেলবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
আলবেসিলেস্তরা আরও একটি ম্যাচ খেলবে এল সালভাদরের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।