ফুটবল
এখন মাঠে
0

নেশন্স লিগের ড্র অনুষ্ঠিত

উয়েফা ২০২৪-২৫ সালের নেশন্স লিগের ডেথ গ্রুপে পড়েছে ২০২০ ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্যারিসে এই ড্র অনুষ্ঠিত হয়।

গ্রুপে আরেক শক্তিশালী দেশ বেলজিয়াম থাকায় এ লিগের গ্রুপ টু-কে ডেথ গ্রুপ বলেই ধরে নেয়া হচ্ছে। এছাড়া এ-ওয়ান গ্রুপে আছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এই গ্রুপে অন্য দুই দেশ হলো পোল্যান্ড ও স্কটল্যান্ড। নেদারল্যান্ডস, জার্মানির সাথে একই গ্রুপে আছে হাঙ্গেরি আর বসনিয়া।

আর অন্য গ্রুপে স্পেন, ডেনমার্ক, সুইজাল্যান্ড ও সার্বিয়া। লিগ বি'তে খেলবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। গত আসরে বাজে খেলায় এবারই প্রথম নেশন্স লিগে ইংলিশের ভাগ্য বি লিগে। ইউক্রেনে আক্রমণের কারণে লিগে সুযোগ পায়নি রাশিয়া।

এই সম্পর্কিত অন্যান্য খবর