সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত দু'দলই যৌথ চ্যাম্পিয়ন। তবে দু'দলের চেহারাতেই আছে আক্ষেপের ছাপ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ম্যাচে ঘটে যাওয়া বিষয় নিয়ে কোন দলই সন্তুষ্ট নয়।
বাংলাদেশ কিংবা ভারতের মাঝে কোন এক দল হতে পারতো একক চ্যাম্পিয়ন। তবে রেফারির ভুলে তা আর হয়নি। এমনকি রেফারির সিদ্ধান্ত নাকি বাংলাদেশ দলের অধিনায়ক আফিদাকেও জানানো হয়নি। ফলে না জেনেই রেফারির ডাকে সাড়া দিয়ে টস করতে যান। তিনি বলেন, ‘আমি বুঝিনি যে ওখানে টসের মাধ্যমে জেতানো হবে।’
রেফারি ভুল শুধরে আবারও পেনাল্টির জন্য দু'দলের ফুটবলারদের মাঠে ডাকলে ভারতের দল তাতে সাড়া দেয়নি। এমনকি পরে এক প্রকার বাধ্য হয়ে উভয় দলকই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ভারতের এমন অপেশাদার আচরণের সামালোচনা করেন বাংলাদেশের ফুটবলাররা।
সাফের মতো মঞ্চে ম্যাচ রেফারিদের সিদ্ধান্ত মোটেও ভালোভাবে নেয়নি ভারতের কোচ। তবে এ বিষয়ে কোন অভিযোগ নেই সফরকারী দলটির।
এখন পর্যন্ত সাফে শিরোপা ধরে রাখার নজির নেই বাংলাদেশ দলের। তবে যৌথভাবে হলেও চ্যাম্পিয়নশিপ ধরে রাখা গেল, সেটাই স্বস্তির।