প্রথমবারের মতো ঢাকা রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথমবারের মতো ঢাকা রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ | Ekhon tv
0

আজ (শুক্রবার, ১১ এপ্রিল) থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে ঢাকা রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট। রাজধানীতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে ৮টি ইংরেজি মাধ্যম স্কুল। যাতে অনুর্ধ্ব-১২ ও ১৪ বছরের ২৫০ জন খুদে ফুটবলার অংশ নেবেন। বাফুফের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে এ আসরে স্কুলের সংখ্যা আরো বাড়ানো হবে, তবে এখান থেকে দেশের ফুটবলে এখনি উল্লেখযোগ্য সফলতা আসবে বলে মনে করছে না ফুটবল ফেডারেশনও।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর বেশকিছু নতুন আয়োজনের দেখা মিলছে। এবার বয়সভিত্তিক ফুটবলেও আসছে নতুনত্ব। অনূর্ধ্ব ১২ ও ১৪ বছরের ছেলে ও মেয়েদের নিয়ে আয়োজন হবে ঢাকা রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট। যাতে অংশ নেবে রাজধানীর ৮টি ইংরেজি মাধ্যম স্কুল।

সে উপলক্ষে বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজন করা হয় মিট দ্য প্রেস অনুষ্ঠানের। সেখানে আয়োজক কমিটি তুলে ধরে তাদের পরিকল্পনা।

তবে দেশের অতীত ইতিহাসে ইংরেজি মাধ্যম স্কুল কিংবা সচ্ছল পরিবার থেকে ফুটবলার উঠে আসার নজির কম। তাই প্রশ্ন ছিল এ আয়োজনের মূল লক্ষ্যটা আসলে কী?

ফাহাদ করিম বলেন, 'ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে শিক্ষার্থীরা ফুটবলকে পেশা হিসেবে নিতে চায় না। এটা বাস্তবতা। তবে আমরা বাফুফে থেকে শুধু জাতীয় দলের খেলোয়াড় বের করার জন্য আয়োজনগুলো করি না। আমরা সর্বোপরি ফুটবলটাকে প্রাধান্য দিয়ে থাকি।'

তবে মূল আয়োজকের দাবি, শুধু জাতীয় দল কেন্দ্রিক চিন্তা না করে ভবিষ্যৎ প্রজন্মকে বিভিন্ন ডিভাইসের প্রতি আসক্ত থেকে বের করে নিয়ে আসাও ঢাকা রাইজিং স্টারের মূল লক্ষ্য।

ইন্টার সিটি স্কুল টুর্নামেন্টের চেয়ারম্যান সারতাজ ভূইয়া বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারা স্পোর্টসকে ভালোবাসতে হবে, বাইরে বের হতে হবে। বাসায় বসে ভিডিও গেইম না খেলে তারা যেন বাইরে গিয়ে খেলতে পছন্দ করে।'

আজ রাজধানীর ফর্টিজ গ্রাউন্ডে শুরু হবে এ টুর্নামেন্ট। প্রতি শুক্র ও শনিবার হবে খেলা। যার পর্দা নামবে আগামী মাসের ৯ তারিখ।

এসএইচ