ফুটবল
এখন মাঠে
0

প্রথমবার এশিয়ান কাপের ফাইনালে জর্ডান

এএফসি এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে ঘটেছে অঘটন। সবাইকে অবাক করে প্রথমবারের মতো ফাইনালের টিকিট কেটেছে জর্ডান। আসরের দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে দলটি।

ফাইনালে উঠেই কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে জর্ডানের খেলোয়াড়দের উন্মাদনা। সবকিছু ভুলে বাঁধভাঙ্গা আনন্দে মেতে উঠেন গ্যালারির দর্শকরাও।

বিশ্ব ফুটবলে ১৯৫৩ সালে পা রাখে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। ফুটবলে দীর্ঘ ৭১ বছর কাটালেও মনে রাখার মতো তেমন কিছুই করতে পারেনি দেশটি। এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। এশিয়ান অঞ্চলেও শিরোপা উল্লাসেরও স্মৃতি নেই দলটির।

এবারের আসরে হট ফেবারিট ছিল দক্ষিণ কোরিয়া। তাদেরকে সেমিফাইনালে হারানো অনেকটা অঘটনই বটে। কোয়ার্টার ফাইনাল না পেরোতো পারা দলটি এভাবে চমকে দিয়ে ফাইনালে উঠবে তা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।

কোরিয়া দলের নামিদামি সব ফুটবলার। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলাররা পাত্তাই পেলেন না জর্ডানে ফুটবলারদের কাছে। বিরতির আগে কিছু ঘটাতে না পারলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আরব দেশটি। এরপর আর তেমন কিছুই করতে পারেনি কোরিয়া।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর