ফুটবল
এখন মাঠে
0

চীনের হংকংয়ে মেসি ম্যানিয়া

এশিয়া সফরের দ্বিতীয় পর্বে হংকংয়ে মেসির ইন্টার মায়ামি। জার্সি কেনায় ভিড় করছেন সমর্থকরা। স্থানীয় ফুটবল ক্লাব থেকে মায়ামির মেসির জার্সি বেশি পছন্দ হংকংয়ের ফুটবল প্রেমীদের।

বিশ্বের সব প্রান্তেই লিওনেল মেসির অসংখ্য ভক্ত, অনুরাগী রয়েছে। ইউরোপ থেকে আমেরিকা, যেখানেই পা রাখেন এই ফুটবল সুপারস্টার, সেখানেই দেখা যায় সমর্থকের ভিড়। তবে এশিয়ার দেশগুলোতে কালেভদ্রে সফর করায় এলএম টেনকে কাছে পাওয়ার আক্ষেপ থেকেই যায় দর্শকদের।

দীর্ঘ ১০ বছর পর চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ে রয়েছে মেসির ইন্টার মায়ামি। পুরো দলকে বরণ করতে সেজেছে হংকং। বাস স্টোপেজ থেকে শুরু করে ছোট বড় রাস্তার বিলবোর্ড, শপিংমল সবজায়গায় স্থান পেয়েছে মায়ামির পুরো দলের ছবি। আবার আলাদাভাবে সমর্থকদের নজর কাড়তে হংকংয়ের বিখ্যাত জায়গা ভিক্টোরিয়া হারবারে নৌকাতে টানানো হয়েছে মেসির ছবি। আর দোকানে ধুম লেগেছে মেসির মায়ামির জার্সি কেনার।

হংকং একাদশের বিপক্ষে ম্যাচ খেলতে সেখানকার ন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামবে যুক্তরাষ্ট্রের নামিদামি ক্লাব ইন্টার মায়ামি। এরমধ্যে দুই মাস আগেই, টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৪০ হাজার টিকিট। আর তা কিনতে গুণতে হয়েছে সর্বনিম্ন ১২ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা।

এর আগে ২০১৪ সালে হংকংয়ে মাঠে খেলেছিল বিশ্বকাপজয়ী এই মহাতারকা। তখন অবশ্য নিজ দেশের হয়েই মাঠ মাতিয়েছেন তিনি। তার জোড়া গোলে হংকং হেরেছিল ৭ গোলের বড় ব্যবধানে। এবার দেখার অপেক্ষা ক্লাবের হয়ে কি ম্যাজিক দেখান মেসি।

এসএস