ফুটবল
এখন মাঠে
0

সৌদিতে মাঠে নামছে লিওনেল মেসি, থাকছে না নেইমার

রিয়াদ সিজন কাপে রাতে মাঠে নামছে লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামি। প্রতিপক্ষ সৌদি চ্যাম্পিয়ন আল হিলাল। যদিও ইনজুরির কারণে ম্যাচে থাকছেন না নেইমার।

সবশেষ বিশ্বকাপের পর ফুটবলের বাঁক বদলে দেয়া দুই লিগের দু'টো দল মাঠে নামছে সোমবার (২৯ জানুয়ারি) রাতে। এক সময় ইউরোপ কাঁপাতেন যারা, তাদের দিয়েই স্কোয়াড সাজিয়েছে সৌদি আর যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো। এবার তারাই হচ্ছেন প্রতিপক্ষ। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে আল হিলালের মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির জন্য যেটি প্রথম আন্তর্জাতিক যাত্রা।

তবে পরম কাঙ্ক্ষিত ম্যাচটিতে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ হিসেবে পাওয়া হচ্ছে না তাদেরই বন্ধু নেইমারকে। ইনজুরিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে নেই দীর্ঘদিন। সঙ্গে গোলকিপার ইয়াসিন বোনোও মরোক্কোর হয়ে আফ্রিকান নেশন্স কাপে খেলতে যাওয়ায়, এ ম্যাচে থাকছেন না তিনিও।

তারপরও গেল মৌসুমে দুর্দান্ত সব ফুটবলারকে দলে ভেড়ানো আল হিলালের শক্তি খর্ব হচ্ছে না নিশ্চয়ই। যে দলের বাজারমূল্য ২৪১ মিলিয়ন ইউরোর বেশি, তাদেরকে হেলাফেলা করার সুযোগ নেই।

ইন্টার মায়ামি অবশ্য কেবল নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। গেল মৌসুমে লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে ক্লাব ইতিহাসের প্রথম ট্রফি জিতেছে তারা। এরপর একে একে মেসির বন্ধু বুসকেটস-আলবার পর এবার যোগ দিয়েছেন পুরনো সতীর্থ লুইস সুয়ারেজও।

সবমিলিয়ে মিনি বার্সেলোনায় রূপ নেয়া ক্লাবটির স্কোয়াডমূল্য ৯০ মিলিয়নের কাছাকাছি। কিন্তু অর্থমূল্যই কি সব? দিনশেষে মাঠের পারফরম্যান্সই মুখ্য হয়ে ওঠে। আর সেই লড়াই দেখার জন্যই উন্মুখ হয়ে আছেন কোটি সমর্থক।

এরইমধ্যে গ্যালারির সব টিকিট বিক্রি শেষ। হোক না প্রীতি ম্যাচ, তবু রাত জেগে টিভিসেটের সামনে অপেক্ষা করবেন নিশ্চয়ই।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর