ফুটবল
এখন মাঠে
0

লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন ক্লপ

বোমা ফাটালেন ইয়ুর্গেন ক্লপ। মেয়াদ শেষ হওয়ার আগেই লিভারপুলের কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এক ভিডিওবার্তায় নিজেই একথা জানিয়েছেন এই জার্মান কোচ।

২০১৫ সালে ক্লাবটির কোচ হিসেবে যোগ দেয়ার পর থেকে লিভারপুলকে একে একে জিতিয়েছেন বেশকিছু ট্রফি। তার অধীনে ৩০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জয় করে অলরেডরা। সেই সঙ্গে জেতে প্রিমিয়ার লিগ, এফ এ কাপ, ক্যারাবাও কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ।

লিভারপুলকে ৯ বছরে ৪৬০ টির বেশি ম্যাচে কোচিং করিয়েছেন ক্লপ, যার ৬০ শতাংশের বেশি ম্যাচে জয় পেয়েছে তারা। লিভারপুলের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল তার, তবে মৌসুম শেষেই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর