ফুটবল
এখন মাঠে
0

পিএসজি'তে এমবাপ্পের বেতন কত?

অবশেষে জানা গেল পিএসজিতে কিলিয়ান এমবাপ্পে'র বেতন। নানা গোপনীয়তার পর অবশেষে বেতনের অংকটা স্বীকার করে নিয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা। তবে জানিয়েছেন, তিনি যা আয় করেন সেটি তার প্রাপ্য।

গেল মৌসুমে কিলিয়ান এমবাপ্পেকে কীভাবে ধরে রেখেছে পিএসজি সে গল্প হয়তো অনেকেরই জানা। একপ্রকার জোর করেই তাকে ধরে রাখে ফ্রেঞ্চ ক্লাবটি। জানা যায়, ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর হস্তক্ষেপে তাকে থাকতে হয় পিএসজিতে। সঙ্গে তাকে দেয়া হয় মোটা অংকের অর্থ। তবে সে অংকটা কেমন ছিল সেটি নিয়ে কেবল গুঞ্জনই বেড়েছে। সঠিক তথ্যটা কেউ জানাতে পারেনি। অবশেষে জানা গেল ক্লাবটির সঙ্গে তার চুক্তির আদ্যোপান্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানিয়েছেন, ফ্রেঞ্চ ক্লাবটির কাছ থেকে বার্ষিক ১০৮ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন তিনি। বাংলাদেশি টাকায় যা প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা! ফ্রান্সের ফুটবলারদের গড় বেতনের চেয়ে এটি ২ হাজার ১৮০ গুণ বেশি। এমবাপ্পের দাবি, এই অর্থ তার প্রাপ্য।

ফ্রেঞ্চ এই তারকা বলেন, 'আমার বয়স যখন ১২ ছিল তখন আমি ভাবতাম, ফুটবল খেলে প্রচুর অর্থ আয় করা যায়। এখন আমি যা আয় করি সেটি আমার প্রাপ্য। আমি কারও কাছ থেকে এটি চুরি করে নিয়ে আসি না। পৃথিবী আসলে এভাবেই চলে।'

ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কেবল টাকার লোভেই পিএসজিতে থেকে গেছেন এমবাপ্পে; গেল বছর চুক্তির পর এমন অভিযোগও ওঠে। তবে এমবাপ্পের মা ফাইজা লামারি জানিয়েছেন, এর জন্য কোন পাপবোধ বা লজ্জা পাওয়ার কিছু নেই। বরং কেউ যদি তাদেরকে ১০ বিলিয়ন ইউরো প্রস্তাব করতো সেটিও মেনে নিতেন তারা।

তবে এমন বিপুল অংকের অর্থও এমবাপ্পেকে পিএসজিতে স্বস্তি দিচ্ছে না। জানা গেছে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে বিভোর একবারের বিশ্বচ্যাম্পিয়ন এই তারকা। সঙ্গে আছে ব্যালন ডি অর জয়ের স্বপ্নও। আর সেজন্য শৈশব থেকেই স্বপের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন তিনি। যদিও তাকে ছাড়তে রাজি নয় প্যারিসের ক্লাবটি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের প্রচেষ্টাও অব্যাহত। দেখার অপেক্ষা শেষমেশ কোথায় ঠিকানা মেলে এমবাপ্পের।