ক্লাব ফুটবলে আজ মাঠে নামবে বড় দলগুলো

ফুটবলের ছবি
ফুটবলের ছবি | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়নস লিগের লড়াই শেষে এবার ক্লাব ফুটবলের জমজমাট লড়াইয়ে রাতে মাঠে নামছে জায়ান্ট দলগুলো। শীর্ষ ৫ লিগে রয়েছে আকর্ষণীয় কিছু ম্যাচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। এছাড়া ফুলহ্যামকে আতিথ্য দেবে টটেনহ্যাম হটস্পার। লা লিগায় বার্সেলোনা খেলবে আলাভেজের বিপক্ষে। রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকায় এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না হানসি ফ্লিকের শিষ্যরা।

আরও পড়ুন:

আরেক ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল ওভিয়েদো। নিজ নিজ লিগে খেলতে নামবে এসি মিলান, য়্যুভেন্তাস-পিএসজিও। বুন্দেসলিগায় পৃথক ম্যাচে মাঠে নামছে বায়ার্ন ও ডর্টমুন্ড। বায়ার লেভারকুসেন বনাম ডর্টমুন্ড ম্যাচের দিকে আলাদা নজর থাকবে ফুটবল ভক্তদের।

ইএ