ফুটবল
এখন মাঠে
0

ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সাবিনারা

ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

গেল বছরে ফিফা উইন্ডোর সব ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২৩ সালে যে চারটি প্রীতি ম্যাচ সাবিনারা খেলেছে সেখানে ফলাফলটা মন্দ বলা যাবে না। কারণ নেপালের সাথে সিরিজ হারলেও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে এনেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

বড় দলের বিপক্ষে জয়ের পর বরাবরের মতোই বেশি ম্যাচ খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন জাতীয় দলের ফুটবলাররা। তাই চলতি বছরের প্রথম উইন্ডোর সুযোগ হাতছাড়া করতে চায় না বাফুফে। এরজন্য চূড়ান্ত করা হয়েছে প্রতিপক্ষ। ফেব্রুয়ারিতে বাংলাদেশের নারীরা দুটি ম্যাচ খেলবে ঘরের মাটিতে।

বাফুফে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, 'সামনে সাফ থাকার কারণে আমরা প্রতিটি উইন্ডোতে খেলতে চাই। সে লক্ষ্য রেখে আমি ফিলিস্তিনের সাথে কথা বলে খেলা চূড়ান্ত করেছি।'

যদিও গত বছরের প্রথম উইন্ডোতে প্রতিপক্ষ নির্ধারণ করেও নারীদের জন্য প্রীতি ম্যাচ আয়োজন করতে পারেনি বাফুফে। এবছর তা পারবে কিনা সময়ই বলে দেবে।

এদিকে জাতীয় দলের ফুটবলার সাবিনা আর সানজিদা ডাক পেয়েছেন ভারতীয় লিগে। তারা দুইজনই কর্নাটকের লিগে খেলতে পারলে সেই অভিজ্ঞতা চলতি বছরের সাফে কাজে লাগবে বলে মনে করছেন বাফুফের নারী উইং চেয়ারম্যান। তাছাড়া লিগ থেকে তাদের অর্জিত অর্থের একটা অংশ বাফুফে রাখবে কিনা সে বিষয়টিও পরিস্কার করলেন কিরণ।

তিনি বলেন, 'মেয়েদের ক্ষেত্রে এটি করা হয় না। কারণ ছেলেরা এসব সলিগ থেকে অনেক টাকা পায়। কিন্তু মেয়েরা এত টাকা পায় না। এজন্য মেয়েদের থেকে কোন টাকা ফেডারেশন নেবে না।'

ফেব্রুয়ারিতে নারী লিগ হওয়ার কথা থাকলেও তা পেছাবে। যার কারণে ভারতের লিগে প্রায় সব ম্যাচই খেলতে পারবেন বাংলাদেশের দুই ফুটবলার।

কিরণ আরও বলেন, 'সাবিনা যাচ্ছে কিক স্টার্ট ক্লাবে আর ইস্ট বেঙ্গলে যাচ্ছে সানজিদা। যেহেতু আমাদের লিগ শুরু হতে দেরি হবে সেজন্য ওদের এ সুযোগ হাতছাড়া করতে দেইনি।'

সোমবার গণমাধ্যমকর্মীদের সাথে আলাপচারিতায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের শারিরীক অবস্থার সর্বশেষ জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান।

কিরণ বলেন, 'আগের থেকে এখন অনেকটা সুস্থ তিনি। এখন বাসায় আছেন। ২৩ তারিখে ডাক্তার দেখলে ভালভাবে জানান যাবে।'

এসএস

আরও পড়ুন: