মোট ৩টি ম্যাচের জন্য বাংলাদেশকে জরিমানা করা হয়েছে। অংকটা ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ, বাংলাদেশি টাকায় যা ৪০ লাখের কাছাকাছি।
ফিফার বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক ম্যাচে দলগুলোর নিয়মভাঙার অপরাধে বিভিন্ন অংকের আর্থিক জরিমানা করেছে ফিফা।
বাংলাদেশকে সর্বোচ্চ শাস্তি পেতে হচ্ছে মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটির জন্য। ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস এ্যারেনায় সে ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে জয় তুলে নেয়ার পর বাঁধভাঙা উদযাপনে মেতে ওঠেন সমর্থকরা। এ সময় অনেকে নিরাপত্তা দেয়াল ভেঙে ঢুকে পড়েন মাঠের মধ্যে। ফিফার বিধিমালা অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ। উচ্ছৃঙ্খল সমর্থকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় বাফুফেকে জরিমানা করা হয়েছে ১৪ হাজার সুইস ফ্রাঁ, বাংলাদেশি অংকে যা ১৮ লাখ টাকার বেশি।
এর আগে ১২ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে তাদের মাটিতে খেলতে যায় বাংলাদেশ। মালেতে সে ম্যাচে ১-১ গোলে ড্র করে দল। তবে ম্যাচে বাংলাদেশি ফুটবলারদের বিপক্ষে বাজে আচরণের অভিযোগ তুলে ৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা, যা সাড়ে ৬ লাখ টাকার কাছাকাছি।
কিংস এ্যারেনায় লেবাননের বিপক্ষে ম্যাচেও শৃঙ্খলা ভঙ্গ করেন বাংলাদেশি সমর্থকরা। ম্যাচ শেষে ঢুকে পড়েন মাঠে। ড্র হওয়া সে ম্যাচ শেষেও আতশবাজি ফোটানো হয়। ফলে বিধিভঙ্গ হওয়ায় এ ম্যাচের জন্য বাংলাদেশকে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি, যা বাংলাদেশি টাকায় সাড়ে ১৪ লাখের কাছাকাছি।
তবে এমন শাস্তির বিপক্ষে আপিল করতে পারবে কিনা বাংলাদেশ, সেটি জানায়নি ফিফা।





