আচরণবিধি লঙ্ঘনের দায়ে আর্জেন্টিনা-ব্রাজিলকে ফিফার জরিমানা

0

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সমর্থকদের মধ্যকার দাঙ্গার ঘটনায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করেছে ফিফা। এছাড়া উরুগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেও বৈষম্যমূলক আচরণের দায়ে আর্জেন্টিনাকে অতিরিক্ত জরিমানা করে সংস্থাটি।

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই দু'দলের শ্রেষ্ঠত্বের লড়াই। লাতিন আমেরিকায় নিজেদের প্রভাব বিস্তারের লড়াই। তাই তো এই দুই দলের ম্যাচকে ঘিরে স্বাভাবিকভাবে বাড়তি উত্তাপ থাকে।

তবে গত নভেম্বরে লাতিন দুই পরাশক্তির ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে উত্তাপের সর্বোচ্চ মাত্রা ছাপিয়ে রুপ নেয় সংঘর্ষে। মূলত মারাকানায় ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার জাতীয় সংগীত গাওয়ার সময় ব্রাজিলের দর্শকরা দুয়ো ধ্বনি দিলে দাঙ্গা বেঁধে যায়। পরে ব্রাজিলের পক্ষ নিয়ে স্থানীয় পুলিশ আর্জেন্টিনার দর্শকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে পরিস্থিতি বেগতিক দেখে আর্জেন্টিনার দর্শকদের বাঁচাতে গ্যালারিতে ছুটে যান মেসি-মার্টিনেজরা। নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পরে শুরু হওয়া সে ম্যাচেও থাকে সংঘর্ষের উত্তাপ। ফাউলের ছড়াছড়িতে ম্যাচে অবশ্য ১-০ তে জয় পায় আর্জেন্টিনা।

নজিরবিহীন এ ঘটনার পর ফিফার তরফ থেকে শুরু হয় তদন্ত। প্রায় দুই মাসের তদন্ত শেষে দুই দেশকেই জরিমানা করে ফিফা। যেখানে ব্রাজিলকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ও আর্জেন্টিনাকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ঘরের মাঠে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ব্রাজিলের জরিমানার অঙ্ক বেশি। অন্যদিকে আর্জেন্টাইন দর্শকদের শৃঙ্খলায় ঘাটতি থাকায় তাদেরকেও শাস্তির আওতায় আনা হয়।

এর আগে ঘরের মাঠে দুই ম্যাচে ইকুয়েডর ও উরুগুয়ের বিপক্ষে বৈষম্যমূলক আচরণের কারণে আলবিসেলাস্তাদের আলাদাভাবে আরও ৫০ হাজার ফ্রাঁ জরিমানা করে ফিফা।

একই অভিযোগে চিলিকে ৮০ হাজার, কলম্বিয়া ও উরুগুয়েকে ৩০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। এছাড়া আফ্রিকার দেশ মালিকে জরিমানা করা হয়েছে ২০ হাজার সুইস ফ্রাঁ।

এসএস