নানা ঘটন অঘটনের মধ্য দিয়ে ২০২৩ সালে রোমাঞ্চকর সময় কাটিয়েছে ক্লাব ফুটবল। এ বছরই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপসহ পাঁচটি শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। লা-লিগায় বার্সেলোনা ফিরে পেয়েছে তাদের হারানো রাজত্ব। সবচেয়ে চমক তিন দশকেরও বেশি সময় পর ইতালিয়ান লিগ জিতেছে নাপোলি।
ভালো খেলেও প্রিমিয়ার লিগ জিততে না পারার আক্ষেপে পুড়তে হয়েছে আর্সেনালকে। তবে চলতি মৌসুমে ক্লাবটি ছুটে চলেছে সাফল্যের পেছনে। দলটির সম্প্রতিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে পুরো স্কোয়াডে। ফলে এ বছর গানারদের বাজার মূল্য বেড়েছে সাড়ে ৩০০ মিলিয়ন ইউরোরও বেশি।
এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগে উদীয়মান শক্তি হিসেবে পরিচিতি পাওয়া সৌদি মালিকানাধীন ক্লাবটির স্কোয়াড মূল্য বেড়েছে ১৯১ মিলিয়ন ইউরো।
জুড বেলিংহামের প্রভাবে স্কোয়াড মূল্য বেড়েছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের। ক্লাবটির চলতি বছর বাজার দর বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ মিলিয়ন ইউরো। রিয়াল তারকা বেলিংহ্যামের একার মূল্যই বেড়েছে ৭০ মিলিয়ন ইউরো।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে খুব একটা ভালো সময় যাচ্ছে না ম্যান সিটির। তবুও শেষ মৌসুমে ট্রেবল জেতায় দলটির বাজার দরে বেশ ভাল প্রভাব রেখেছে। সিটিজেনদের স্কোয়াডের দাম বেড়েছে ১৮৩ মিলিয়ন উইরোও বেশি।
২০২৩ সালে ইংলিশ ফুটবলে সবচেয়ে চমক দেখানো দলটির নাম অ্যাস্টন ভিলা। উনাই এমেরির অধীন দারুণভাবে ছুটে চলেছে এ ক্লাবটি। আর এর প্রভাবও বেশ ভালোভাবেই পড়েছে দলটির বাজারদরে। ভিলা পার্কের ক্লাবটির মূল্য বেড়েছে ১৭০ মিলিয়ন ইউরো। যা তাদের নিয়ে এসেছে তালিকার পঞ্চম স্থানে।





