ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও গোল পায়নি তারা। এক পর্যায়ে ম্যাচের লাগামও হারায় দলটি। ২৭ মিনিটে জুলস কুন্দে নিজেদের জালেই বল ঠেললে ১-০ গোলের লিড পেয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে ১০ জনের বার্সার জালে আরও ২ গোল করে ব্লুজরা। ৫৫ মিনিটে এস্তেভাও আর ৭৩ মিনিটে লিয়াম ডিল্যাপের গোলে ৩-০ গোলের জয় নিশ্চিত করে চেলসি।
আরও পড়ুন:
রাতের অন্য ম্যাচে ম্যানসিটিকে কাউন্টার অ্যাটাকিং ফুটবলে হারিয়েছে লেভারকুসেন। পুরো ম্যাচে সিটিজেনদের আধিপত্য থাকলেও গোল আসেনি। খেলার ধারার বিপরীতে ২৩ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদো আর ৫৪ মিনিটে প্যাট্রিক শিকের গোলে জয় নিশ্চিত করে লেভারকুসেন।





