ঘরের মাঠে পিএসভির বিপক্ষে মাত্র ৬ মিনিটেই গোল হজম করে লিভারপুল। পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন ইভান পেরেসিচ।
১৬ মিনিটে ডমিনিক সবোস্লাই অলরেডদের সমতায় ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনে। তবে বিরতির পর গাস টিল এবং কুহাইব ড্রিওউইচের জোড়া গোলে ৪-১ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় লিভারপুল।
আরও পড়ুন:
অন্যদিকে এমিরেটসে বায়ার্নের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে গোল করেন আর্সেনালের ডিফেন্ডার টিম্বার। যদিও ১০ মিনিট পরেই লেনার্ট কার্ল বাভারিয়ানদের হয়ে গোল শোধ করেন।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে একেবারেই শুরু থেকে চেপে ধরে গানাররা। ৬৯ মিনিটে ননি মাদুয়েকে আর ৭৭ মিনিটে মার্তিনেলির গোলে নিশ্চিত করে ৩-১ গোলের প্রেস্টিজিয়াস জয়।





