এখনই দলবদল নিয়ে ভাবনায় ইউরোপীয় ক্লাবগুলো

শাহনুর শাকিব
ফুটবল
এখন মাঠে
0

ইউরোপীয় ফুটবল মানেই কাঁড়ি কাঁড়ি অর্থের ঝনঝনানি। প্রতি দলবদলেই সেরা ফুটবলারদের দলে ভেড়াতে ক্লাবগুলো খরচ করে অঢেল অর্থ।

বছরজুড়েই সেরা ফুটবলারদের নজরে রাখে ইউরোপের জায়ান্ট দলগুলো। আবার প্রত্যাশা অনুযায়ী পারফর‌ম্যান্স না করার কারণে অনেক ফুটবলারকে ছেড়ে দেয় টিমগুলো।

এরই ধারাবাহিকতায় আগামী মৌসুমের জন্য দল সাজাতে এখন থেকেই ছক কষছে ক্লাবগুলো। গুঞ্জন আছে মৌসুম শেষেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন রাফায়েল ভারানে। ফ্রি ট্রান্সফারে আসা এই ফুটবলারের সাথে রেড ডেভিলদের চুক্তিটাও শেষ হবে এ মৌসুমেই।

বার্সেলোনাসহ ইউরোপের অনেক ক্লাবেরই নজর ম্যান ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের উপর। যদিও তিনি এই মুহুর্তে ধারে খেলছেন স্প্যানিশ ক্লাব গেতাফের হয়ে।

শুধু ফুটলারই না গুল্ড ট্রাফোর্ডে পরিবর্তন দেখা যেতে পারে কোচিং প্যানেলেও। ম্যান ইউনাইটেডের টানা ব্যর্থতায় ছাঁটাই হতে পারেন কোচ এরিক টেন হাগও। তার পরিবর্তে চেলসির সাবেক বস গ্রাহাম পটারকে দেখা যেতে পারে ইউনাইটেড ডাগআউটে। যদিও এই মুহুর্তে বড় কোন সিদ্ধান্তে নাও যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। কারণ ক্লাবটির ২৫ শতাংশ বিক্রি এখনো প্রক্রিয়াধীন।

ইউরোপের ক্লাবগুলোর ব্যাপক চাহিদার মাঝেও নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওশিমেনকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী নাপোলি। এরইমধ্যে তার সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে বর্তমান সিরিয়া চ্যাম্পিয়নরা। গুঞ্জন আছে নাপোলির সাথে তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে তার রিলিজ ক্লজ ধরা হবে ১১৫ মিলিয়ন ইউরো।

এসএস