ফুটবল
এখন মাঠে
0

রাতে ইউরোপিয়ান ফুটবল জায়ান্টদের লড়াই

ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামছে জায়ান্ট দলগুলো। ইপিএলে বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। পৃথক ম্যাচে খেলবে ম্যানসিটি ও লিভারপুলও। এদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।

প্রিমিয়ার লিগে এবার যেন ধরাছোঁয়ার বাইরে লিভারপুল। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। এমন পরিস্থিতিতে নিউক্যাসেলের মুখোমুখি হচ্ছে ইয়্যুর্গেন ক্লপের শিষ্যরা।

টেবিলের দুইয়ে থাকা আর্সেনাল লিভারপুলের চেয়ে পিছিয়ে ৯ পয়েন্টে। তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড, যারা বেশ বাজে মৌসুম কাটাচ্ছে।

তবে রুবেন আমোরিম দায়িত্ব নেয়ার পর ঘুরে দাঁড়াচ্ছে চায় দলটি। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সময়টাও ভালো কাটছে না। নটিংহ্যামের বিপক্ষে ম্যাচের মাধ্যমে ছন্দে ফিরতে চাইবেন গার্দিওলার শিষ্যরা।

এদিকে, লা লিগায় টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বিলবাওয়ের বিপক্ষে জিতলেই টেবিল টপার বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান নেমে আসবে ১ পয়েন্টে।

এএইচ