ফুটবল
এখন মাঠে
0

১১৫ কোটি টাকা ক্ষতির মুখে ম্যান ইউ

শাহনুর শাকিব

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদের শঙ্কায় বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এখনও বেশ কিছু ম্যাচ বাকি থাকায় পয়েন্ট টেবিলে উন্নতি করার সুযোগ আছে।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে শেষ ষোলতে খেলার আশা ধূসর হওয়ার সঙ্গে সঙ্গে শত কোটির টাকার বেশি খোয়াতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গাতেই একই অবস্থা এক সময়ের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। এ মৌসুমে তো একেবারে যাচ্ছেতাই অবস্থা দলটির। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ খেললেও পরবর্তী রাউন্ড নিশ্চিত নয় ম্যান ইউ'য়ের।

তাতেই বিশাল অঙ্কের অর্থ খোয়ানোর শঙ্কায় পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার পরিমাণ শুনলে যে কারোরই চোখ উঠতে পারে কপালে। শেষ ষোলোর টিকিট কাটতে না পারলে ৯৬ লাখ ইউরো বাংলাদেশী টাকায় ১১৫ কোটি টাকার প্রাইজমানি হাতছাড়া হবে ক্লাবটির।

তবে এখন পর্যন্ত পুরোটাই ক্ষতি তাও বলা যাবেনা। গ্রুপ পর্বে খেলায় কিছু অর্থ ঝুলিতে ঢুকেছে ইউনাইটেডের। এখন পর্যন্ত এক ম্যাচ জয় আর ড্রতে ৩৭ লাখের বেশি প্রাইজমানি জিতেছে র‌্যাশফোর্ডরা। চ্যাম্পিয়ন্স লিগে প্রতি ম্যাচ জিতলে ২৮ লাখ আর ড্র করলে ৯ লাখ ৩০ হাজার ইউরো প্রাইজমানি দিয়ে থাকে উয়েফা। যদিও ম্যান ইউ'র আরও বেশি অর্থ জয়ের সুযোগ ছিল।

গ্রুপ পর্বে আর মাত্র একটি ম্যাচ বাকি আছে ম্যান ইউ'র। সে ম্যাচে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেতে হবে। আর গ্রুপের অন্য ম্যাচে গালাতাসারাই ও কোপেনহেগেনের খেলাটি ড্র হলেই শেষ ষোলোতে উঠতে পারবে দলটি। অন্যথায় তিনে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করতে পারলেও আর্থিকভাবে কিছুটা লাভবান হবে দলটি।

ইউরোপা লিগে নেমে গেলে প্রথম পর্যায়ে ৫ লাখ ইউরো পাবে র‌্যাশফোর্ড, ব্রুনোরা। ধারাবাহিকভাবে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, ফাইনাল আর আসরে চ্যাম্পিয়ন হলে মোটা অঙ্কের টাকা প্রাইজমানি হিসেবে পাবে লন্ডনের দলটি।

এর আগেও পাঁচবার গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ ২০২০-২১ মৌসুমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে টেন হাগের দল।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর