ফুটবল
এখন মাঠে
0

সিটি গ্রুপের আয়োজনে সিটি চ্যাম্পিয়ন্স লিগ

এম সুজন আকন

এক টুর্নামেন্ট, এক চ্যাম্পিয়ন দল আর এক শিরোপা।

ট্রফির জন্য আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে মুখোমুখি হয় অয়েল ফিলিং ও সিড ক্রাশিং দল। ম্যাচে বেশ সমান তালে লড়াই করেছে দুদল। তবে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বিরতির আগে লিড পায় অয়েল ফিলিং।

বিরতির পরও যে খুব বেশি লড়াই হয়েছে তাও নয়। দু একবার ভালো সুযোগ পেলেও গোলরক্ষকের পারদর্শীতায় সমতায় ফিরতে পারেনি সিড ক্রাশিং দল। শেষ পর্যন্ত ১৫ দলকে পেছেন ফেলে শিরোপা তুলে নিয়েছে ওয়েল ফিলিংয়ের খেলোয়াড়রা।

প্রথমবারের মতো হলেও আয়োজনে ঘাটতি রাখেনি সিটি গ্রুপ। পরবর্তীতে কর্মীদের মাঠ সুবিধা আরও ভালোভাবে দিতে নিজস্ব মাঠ তৈরির পরিকল্পনা কথা বলেছেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। এছাড়া, আগামীতে নারীদের অংশগ্রহণের ব্যাপারেও উদ্যোগ নেয়ার আহ্বান ছিল তার।

কর্মীদের নিয়ে এমন আয়োজন সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ জানান গ্রুপের পরিচালক মো. হাসান। বলেন, কর্মীদের কর্মস্পৃহা বাড়াতে অব্যহত থাকবে এমন টুর্নামেন্ট।

সিটি গ্রুপ আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ৫ লাখ টাকা, আর রানার্সআপ পেয়েছে ৩ লাখ টাকা।

এমএসএ

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর