ফুটবল
এখন মাঠে
0

'র‍্যাংকিংয়ে উন্নতি হচ্ছে বাংলাদেশ নারী দলের'

শাহনুর শাকিব

কমলাপুরে ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। যা কিনা বছরের প্রথম জয় সাবিনাদের। ম্যাচে জোড়া গোল করেছেন তহুরা। বড় ব্যবধানে জেতায় উন্নতি হতে যাচ্ছে বাংলাদেশের র‍্যাংকিং।

বছরের প্রথম জয়, নারী দলের কোচ হয়ে টিটুর প্রথম জয়। এমনকি সিঙ্গাপুরের বিপক্ষেও প্রথম জয়। সবমিলিয়ে এ জয়ের স্মৃতিটা নিশ্চয়ই অনেকদিন মনে থাকবে ফুটবলপ্রেমীদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকেন বাংলাদেশের নারীরা। এর ফলও পেয়ে যায় দ্রুত। ৩ মিনিটে কর্ণারের সুবিধা কাজে লাগিয়ে সমর্থকদের আনন্দে ভাসান আফিদা খন্দকার।

প্রথম লিড এনেই ক্ষান্ত হননি সাইফুল বারী টিটুর শিষ্যরা। নিশানা খুঁজে পেতে সাজাচ্ছিলেন আক্রমণের পসরা। এর মধ্যে ফিনিশিংয়ের অভাবে কিছু সহজ সুযোগও নষ্ট হয়েছে। তবে দ্বিতীয় গোলটি পেতে তেমন সময় লাগেনি। ১৬ মিনিটে মারিয়া মান্ডার অ্যাসিস্টে প্রতিপক্ষের জালে বল জড়ান তহুরা।

পিছিয়ে যাওয়ার পর তেমন কোনো প্রতিরোধ গড়তে পারছিলো না সিঙ্গাপুর। উল্টো লিড বাড়াতে মরিয়া ছিলো বাংলাদেশের ফুটবলাররাই। যদিও প্রথমার্ধ্বে আর গোল পায়নি লাল-সবুজ প্রতিনিধিরা।

বিরতির পর মাঠে নেমে গোল পেতে বেশি সময় লাগেনি সাবিনাদের। ৬০ মিনিটে ব্যবধান বাড়ে বাংলাদেশের। আবারও স্পটলাইটে তহুরা।

অন্যদিকে সফররত দেশটির আক্রমণভাগ ছিলো নিষ্প্রভ। ফলে গোলের দেখা পায়নি তারা।

এসএস

আরও পড়ুন: