বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের শুরুতে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে খানিকটা ব্যাকফুটে বাংলাদেশ। মাত্র পাঁচদিনের ব্যবধানে আরেকটি ম্যাচ খেলার অপেক্ষায় জামালরা।
লেবাননের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ভ্রমণ ক্লান্তি আর হতাশাকে পাশ কাটিয়ে কঠোর অনুশীলনে ক্যাবরেরা শিষ্যরা। প্রতিপক্ষ শক্তিশালী হলেও পূর্ণ পয়েন্টের আশা বাংলাদেশ অধিনায়কের।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া বলেন, 'আমার লক্ষ্য দ্বিতীয় স্থানে আমাদের দলকে রাখা আমাদের বিশ্বাস রাখতে হবে যে বাংলাদেশ পারবে।'
সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ দেখায় লেবাননের কাছে হেরেছিলো বাংলাদেশ। সে ম্যাচের স্মৃতিকে ভুলে গিয়ে বিশ্বকাপ বাছাইয়ে লড়াই করার সংকল্প জামালদের হেড কোচের।
বাংলাদেশের হেড কোচ ক্যাবরেরা জানান, 'এই ম্যাচ নিয়ে আমরা রোমাঞ্চিত। পাঁচ মাস আগে আমরা তাদের (লেবানন) সাথে খেলেছি। তভন ভয় ছিলো। তবে এখন প্রেক্ষাপট ভিন্ন। আমরা এবার লেবাননের বিপক্ষে লড়াই করে পূর্ণ পয়েন্ট নিতে চাই।'
র্যাংকিং কিংবা শক্তিমত্তার বিচারে লেবাননের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। তবুও বাংলাদেশকে সমীহ করছেন লেবানন কোচ। জানালেন, নিজ দেশের মাটিতে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ নয়।
লেবানন কোচ নিকোলা জানান, 'আমাদের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। এজন্য ছেলেরা কঠোর অনুশীলন করছে। ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। তবে আশা করছি আমাদের দল কাল (মঙ্গলবার) নৈপূণ্য দেখাতে পারবে।'
সাফে খেলা ১০ ফুটবলারকে ছাড়াই স্কোয়াড সাজিয়েছেন লেবাননের কোচ। প্রাধান্য দিয়েছেন অভিজ্ঞদের। যদিও সবশেষ ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে জয় পায়নি তার দল। এদিকে, বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ কখনো হারেনি। সেই ধারাটা জামালরা ধরে রাখতে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা।