ফুটবল
এখন মাঠে
0

মেসিদের প্রথম হার, এগিয়ে থেকেও ম্যাচ হেরেছে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের শুরুটা দুর্দান্ত করেছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু জয়ের ধারাটা বেশিদিন ধরে রাখতে পারলো না মেসির দল।

শুক্রবার উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে আলবেসিলেস্তরা। থ্রি স্টার জার্সিতে যা কিনা মেসিদের প্রথম হার।

এদিন ম্যাচের শুরু থেকেই নিষ্প্রভ ছিলো আর্জেন্টিনার আক্রমণভাগ। অন্যদিকে, কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছিলো প্রথম দুই আসরের বিশ্বচ্যাম্পিয়নরা। শুরুর ৪০ মিনিট আর্জেন্টাইন ডিফেন্ডাররা তা রুখে দিয়েছে ঠিকই। কিন্তু প্রথমার্ধ্বের অন্তিম মূহুর্তে গোল হজম করে মেসির দল। মাতিয়াস ভিনার ক্রসে উরুগুয়েকে লিড এনে দেন আরাউজো।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিলো স্ক্যালোনির শিষ্যরা। ম্যাচের ৫৭ মিনিটে মেসির জোরালো শটই যার বড় প্রমাণ। তবে, ভাগ্য সহায় না হওয়ায় গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক। তারপর থেকে গোল শোধ দেয়া তো দূরে থাক, নির্ধারিত সময় শেষ হওয়ার ৩ মিনিট আগে উল্টো গোল হজম করে মেসিরা। ডারউইন নুনেজের সেই গোলে উরুগুয়ের জয়ের পথটা আরো সহজ হয়ে যায়। অবাক করা বিষয়, পুরো ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা গোলবারে শট করতে পেরেছে মাত্র তিনটি। যার একটিও নিশানাভেদ করতে পারেনি। তবে, ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেসিরা।

একই দিনে হারের মুখ দেখেছে আর্জেন্টিনার চিরপ্রতিদন্দী ব্রাজিল। অবশ্য ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় গোল করে সেলেসাওরা জয়ের আশা দেখাচ্ছিলো ভক্তদের। কিন্তু শোধ দেয়ার জন্য মরিয়া ছিল প্রতিপক্ষ কলম্বিয়া।

সেকেন্ড হাফেও প্রায় ৩০ মিনিট সেই লিড ধরে রেখেছিলো ব্রাজিলিয়ান ফুটবলাররা। কিন্তু ৭৫ মিনিটে দিয়াজের গোলে সমতা আনে কলম্বিয়া। ৪ মিনিটের ব্যবধানে দিয়াজ আরো একটি গোল করলে এগিয়ে যায় তার দল। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই হারে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে এসেছে সেলেসাওরা।