ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরলো টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: এখন টিভি
0

হতাশা আর ব্যর্থতার বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। পুনে থেকে বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ ক্রিকেট দল। কোচিং প্যানেলের সদস্য সবাই না আসলেও স্কোয়াডে থাকা সব ক্রিকেটার এই ফ্লাইটে এসেছেন।

বিশ্বকাপ যাত্রার শুরুতে সেমির স্বপ্নের কথা জানিয়েছিলো বাংলাদেশ দল, তবে হলো বিপরীত। আসরের প্রথম পর্ব থেকে বিদায় নিয়ে ফিরলো লিটন-মিরাজরা। অনেকটা নীরবেই বিমানবন্দর থেকে তাদের বের হতে দেখা যায়। এ সময় কোচিং প্যানেলের কোন সদস্যকে দেখা যায়নি। যদিও ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই সবার আগে দেশে আসেন অধিনায়ক সাকিব আল হাসান।

বরাবরই দেখা যায় বাংলাদেশ দলকে বরণ করে নিতে বিমানবন্দরে ক্রিকেটপ্রেমীরা ভিড় করেন। তবে এবার চিত্র ভিন্ন, এদিন গণমাধ্যমকর্মী ছাড়া আর কাউকে দেখা যায়নি। অন্য সময় সাংবাদিকদের সঙ্গে কথা বললেও এদিন এড়িয়ে গেছেন ক্রিকেটাররা।

গত ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল।

সেজু