বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে প্রশ্নের ‍মুখে ভারতের অলিম্পিক আয়োজন

অলিম্পিক আয়োজনে ভারত
অলিম্পিক আয়োজনে ভারত | ছবি: সংগৃহীত
0

ক্রিকেটের রাজনীতি কি এবার অলিম্পিকের দরজায় কড়া নাড়ছে? বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট শুধু ক্রিকেট সংকট নয়, এটি এখন ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্নকেও প্রশ্নবিদ্ধ করছে।

ক্রিকেট মাঠের উত্তেজনা ছাড়িয়ে এবার কূটনীতির আঙিনায় প্রভাব ফেলছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। রাজনৈতিক উত্তেজনার জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বিসিবি, তবে তা প্রত্যাখ্যান করে আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মাঝে বাংলাদেশের সঙ্গে সংহতি দেখিয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেয়। এ সপ্তাহেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

আরও পড়ুন:

ঘটনার সূত্রপাত আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার সিদ্ধান্ত এবং দুই দেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে। যদিও আইসিসি নিজেদের স্বাধীন সংস্থা বলে দাবি করে,তবে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

এ পরিস্থিতি এখন আরও বড় দুশ্চিন্তার কারণ ভারতের জন্য। ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে তারা। তবে আসতে পারে বড় বাধা। বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেয়ায় হুমকির মুখে পড়তে যাচ্ছে ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্ন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রাজনৈতিক হস্তক্ষেপে কড়া অবস্থানে। কোনো দেশ বয়কটের আশঙ্কা থাকলে অলিম্পিক আয়োজনের সুযোগ কার্যত অনিশ্চিত।

আইওসি সূত্র বলছে ভারতকে আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করার স্পষ্ট বার্তা দিতে হবে। নতুবা হারাতে হবে অলিম্পিক আয়োজনের স্বপ্ন। তবে কি বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটের এ রাজনৈতিক সংকট তাদের অলিম্পিক স্বপ্নে দাঁড়াবে বড় বাধা হয়ে?

ইএ