ম্যাচ পাতানো-দুর্নীতির দায়ে ৭৩ জনকে আজীবন নিষিদ্ধ করলো সিএফএ

দুর্নীতির দায়ে চীনের ৭৩ জনকে  আজীবন নিষিদ্ধ
দুর্নীতির দায়ে চীনের ৭৩ জনকে আজীবন নিষিদ্ধ | ছবি: সংগৃহীত
1

ম্যাচ পাতানো, জুয়া ও ঘুষের দায়ে সাবেক জাতীয় দলের প্রধান কোচ লি তিয়েসহ ৭৩ জনকে আজীবন নিষিদ্ধ করেছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)।

লি তিয়ে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের কোচ ছিলেন এবং এরই মধ্যে ঘুষ নেয়ার দায়ে তার ২০ বছরের কারাদণ্ড হয়েছে। শুধু ব্যক্তি নয়, এ দুর্নীতির আঁচ লেগেছে ক্লাব ফুটবলেও।

আরও পড়ুন:

চীনের শীর্ষ লিগ চায়নিজ সুপার লিগের ১৩টি ক্লাবকে শাস্তি দেয়া হয়েছে, যার মধ্যে ১১টি দলের পয়েন্ট কাটা হয়েছে। কিছু দল আগামী মৌসুম শুরু করবে মাইনাস পয়েন্ট নিয়ে।

চীনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেবে না তারা এবং ‘জিরো টলারেন্স’ নীতিতেই অভিযান চলবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিএফএ জানায়, ‘পদ্ধতিগত পর্যালোচনার’ পর এসব শাস্তি দেয়া হয়েছে এবং শৃঙ্খলা বজায় রাখতে, ফুটবলের পরিবেশকে পরিশুদ্ধ করতে এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে এ শাস্তির প্রয়োজন ছিল।

জেআর