পিএসএলে যোগ হলো হায়দরাবাদ-শিয়ালকোট, বাড়লো পরিসর

ইসলামাবাদে পিএসএল ফ্র্যাঞ্চাইজি নিলামের মঞ্চ
ইসলামাবাদে পিএসএল ফ্র্যাঞ্চাইজি নিলামের মঞ্চ | ছবি: সংগৃহীত
0

দুই নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ ও শিয়ালকোটের আত্মপ্রকাশে নতুন যুগে প্রবেশ করেছে পাকিস্তান সুপার লিগ। নতুন ফ্র্যাঞ্চাইজির মিলিত বার্ষিক ফি ৩.৬ বিলিয়ন পাকিস্তানি রুপিতে (পিকেআর) দাঁড়িয়েছে। যা বিদ্যমান ছয়টি দলের মোট ফি’র তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি।

পাকিস্তান সুপার লিগে নতুন মাত্রা যোগ করেছে দুই নতুন দল হায়দরাবাদ ও শিয়ালকোট। দুই দলের যুক্ত হওয়ায় নিশ্চিতভাবেই লাভবান হবে পাকিস্তান ক্রিকেট। বিশেষ করে শিয়ালকোটের অন্তর্ভুক্তি পাকিস্তান ক্রিকেটে আনবে নতুন সম্ভাবনার দুয়ার বাড়বে ব্যবসায়িক পরিধি।

নিলামে অংশ নিয়েছে প্রধানত এফকেএস ইউএসএ এবং ওজেড ডেভেলপার্স অস্ট্রেলিয়া। নিলামে প্রথম দলের বেস প্রাইস শুরু হয়েছিল ১.১ বিলিয়ন পাকিস্তান রুপি থেকে, যা বর্তমান দলগুলোর তুলনায় প্রায় দুই গুণ বেশি।

আরও পড়ুন:

এফকেএস হায়দ্রাবাদ দলটিকে কিনেছে ১.৭ বিলিয়ন পিকেআর এবং ওজেড ডেভেলপার্স শিয়ালকোটকে কিনেছে ১.৮৫ বিলিয়ন পিকেআর। আগের দল গুলোর মধ্যে সবচেয়ে দামি ছিল লাহোর ক্বালান্দার্স, যাদের বার্ষিক মূল্য ৬৭০ মিলিয়ন পিকেআর । অর্থাৎ নতুন দলগুলো প্রায় তিন গুণ বেশি খরচ করছে।

আগামী ১০ বছরে এ দুই নতুন দল একা প্রায় ৩৬ বিলিয়ন পিকেআর প্রদান করবে। তবে, মুদ্রার উল্টোপিঠের শিকার মুলতানস সুলতান। অতীতের উদাহরণ টানলে ২০১৮ সালে স্কন গ্রুপ দলটির দায়িত্বে থাকলেও ১ বছর পরেই মুনাফা করতে না পেরে দায়িত্ব ছাড়ে তারা।

পিএসএলের সম্প্রসারণ শুধু অর্থনৈতিক দিক নয়, বরং বৈশ্বিক বিনিয়োগ ও গ্ল্যামারেরও পরিচায়ক। হায়দরাবাদ ও শিয়ালকোটের অন্তর্ভুক্তি ক্রিকেটপ্রেমীদের জন্য স্বপ্নের মতো, এবং বিদেশি বিনিয়োগ দেখাচ্ছে এর আন্তর্জাতিক প্রভাব। সন্দেহাতীতভাবে পিএসএল ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন মাত্রা যোগ করলো নতুন দুই দল।

এএম