পিএসএলে যোগ হলো হায়দরাবাদ-শিয়ালকোট, বাড়লো পরিসর
দুই নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ ও শিয়ালকোটের আত্মপ্রকাশে নতুন যুগে প্রবেশ করেছে পাকিস্তান সুপার লিগ। নতুন ফ্র্যাঞ্চাইজির মিলিত বার্ষিক ফি ৩.৬ বিলিয়ন পাকিস্তানি রুপিতে (পিকেআর) দাঁড়িয়েছে। যা বিদ্যমান ছয়টি দলের মোট ফি’র তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি।