তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে কোয়াবের প্রতিবাদ

কোয়াবের লোগো
কোয়াবের লোগো | ছবি: সংগৃহীত
0

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানায় দেশের ক্রিকেটারদের এ সংগঠনটি।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাওয়া নিয়ে সম্প্রতি মন্তব্য করেন তামিম ইকবাল। তার মতে, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত এবং আর্থিক দিক বিবেচনা করে ভারতে খেলতে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত বিসিবির।

আরও পড়ুন:

এদিকে তামিমের এমন মন্তব্যের ভিত্তিতে তাকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলাম, যা নিয়ে নিজেদের স্তব্ধ, বিস্মিত ও ক্ষুদ্ধ বলে জানিয়েছে কোয়াব।

এ স্ট্যাটাসকে অগ্রহণযোগ্য ও অপমানজনক দাবি করে বিসিবির কাছে নাজমুল ইসলামের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবিও করেছে এ সংস্থাটি।

এসএইচ