খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

খালেদা জিয়া; ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
খালেদা জিয়া; ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো | ছবি: বাসস
0

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো এক শোকবার্তায় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো উল্লেখ করেন, ‘খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব।’

আরও পড়ুন:

দেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন বলেও মন্তব্য করেন ফিফা সভাপতি। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ইনফান্তিনো বাংলাদেশ সরকার, বাফুফে এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

এসএইচ