নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে চায় না বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত
0

কোনো মহলের চাপে নয়, বরং নিজেদের মাঝে আলোচনা করেই বিশ্বকাপে দল পাঠানো প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। এখন টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, ক্রিকেটারদের পাশাপাশি দর্শকদের কথাও ভাবছে বোর্ড।

নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে ফেব্রুয়ারিতে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেইলের মাধ্যমে বিসিবিকে ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে আইসিসি।

আশ্বাস পেলেও ভারতে দল পাঠানোর বিষয়ে হুট করে সিদ্ধান্ত নিতে চায় না বিসিবি। বোর্ড কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে, বাইরের কোনো চাপ রয়েছে কি না এ বিষয়ে এখন টিভির কাছে অবস্থান পরিষ্কার করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘সরকারের কোনো চাপ এখানে নেই। কারণ বিসিবি একটা সায়ত্ত্বশাসিত সংস্থা এবং আইসিসির আন্ডারে কাজ করে। এখানে যে পূর্ণাঙ্গ দেশগুলো সেখানে খেলে তাদেরও সিদ্ধান্তের ইস্যু আছে। পূর্ণাঙ্গ দেশ হিসেবে আমরাও আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি যে আমরা সিকিউরড না।’

আরও পড়ুন:

তবে বিশ্বকাপে শুধু ক্রিকেটাররাই যাবেন না। দলকে সমর্থন দিতে অনেকেই ভারতে সফর করবেন। বিসিবির ভাবনায় ক্রিকেটারদের পাশাপাশি আছেন দর্শক-সমর্থকরাও।

আসিফ আকবর বলেন, ‘প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছি সেখানে শুধুমাত্র খেলোয়াড়দের নিরাপত্তা না, আমাদের দর্শকদের, মিডিয়াকর্মীদের নিরাপত্তা, অরগানাইজারদের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা এসব নিয়ে ভাবার ফলে শেষ পর্যন্ত আমাদের ক্রিকেটাররা খেলবে নাকি নিরাপত্তার কথা চিন্তা করবে।’

স্রোতের সঙ্গে তাল মিলিয়ে নয়, বরং সময় নিয়ে ভবিষ্যৎ বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।

আসিফ আকবর বলেন, ‘মোস্তাফিজকে যেভাবে বের করা হয়েছে সেটা অপমানজনক। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে দাবি ওঠেছে, সরকারের পক্ষ থেকে দাবি ওঠেছে। কিন্তু আমরা যেহেতু একটা সংস্থা আমাদের অনেক টেকনিক্যাল সাইড দেখতে হয়। আইসিসির কোড অব কন্ডাক্ট দেখতে হবে। আইসিসির পরবর্তীতে ক্রিকেটের সফরগুলো, পরবর্তীতে ক্রিকেটের ভবিষ্যত কি হবে সেগুলো নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে। ভেবেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে বিসিবি ও বিসিসিআই। বাংলাদেশ দল বিশ্বকাপে শেষ পর্যন্ত যাবে কি না, এখন এ সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ক্রিকেটাঙ্গন।

ইএ