মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অনেকটা মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে বিসিবি ও বিসিসিআই। দেশের এ পেসারের নিরাপত্তা শঙ্কাকে সামনে রেখে পুরো দলের নিরাপত্তা প্রশ্নেই চিন্তিত বিসিবি। যে কারণে ফেব্রুয়ারিতে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে দেশটিতে দল পাঠাতে চায় না ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন:
এদিকে চলমান উত্তপ্ত পরিস্থিতির মাঝে বিপিএল ছাড়েন রিধিমা। এরপরই বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হয়, ভারতীয় এ উপস্থাপিকাকে বাদ দিয়েছে বিসিবি। যদিও তা অস্বীকার করেছেন রিধিমা নিজেই।
ইনস্টাগ্রামে এক পোস্টে এ উপস্থাপিকা জানিয়েছেন, চলমান দ্বন্দ্বের মাঝে নিজ ইচ্ছায় বিপিএল থেকে সরে গেছেন তিনি।





