ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বিসিবির বৈঠক; বিশ্বকাপে অংশগ্রহণে উপদেষ্টার নতুন নির্দেশনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত
0

মুস্তাফিজ, ক্রিকেটারদের নিরাপত্তা এবং বিশ্বকাপ, জটিল পরিস্থিতি নিয়ে দেড় ঘণ্টার জরুরি বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রশ্নে ক্রীড়া উপদেষ্টার নির্দেশনা। মুস্তাফিজ ইস্যুতে দিনভর নাটকীয়তার পর আরও উত্তপ্ত পরিস্থিতি হলো ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে।

সিনিয়র সাংবাদিক এবং ক্রীড়া বিশ্লেষক এম এম কায়সারের মতো একই শঙ্কা জেগেছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মাঝেও। নিরাপত্তা ইস্যু ও কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের আপত্তির মুখে আইপিএল থেকে সরিয়ে নেয়া হয় মুস্তাফিজুর রহমানের নাম। এরপরই প্রশ্ন উঠেছে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ইস্যুতে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর। যেখানে মুম্বাই আর কলকাতায় গ্রুপ পর্বের চার ম্যাচ খেলবে বাংলাদেশ।

সংকটের সেই দিক বিবেচনায় নিয়ে ক্রিকেট বোর্ডকে কড়া নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এক ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা জানান, বিশ্বকাপে বাংলাদেশের সকল ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসির কাছে আবেদনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে তথ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করার কথাও জানান তিনি।

আরও পড়ুন:

মধ্যরাতে শেষ হওয়া বৈঠক থেকে বিসিবিও নিয়েছে কঠিন পদক্ষেপ। আজই আইসিসি সিকিউরিটি ইউনিটকে চিঠি দেবে বিসিবি। ক্রিকেটারদের নিরাপত্তার পাশাপাশি বোর্ড পরিচালক এবং অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে বিসিবি। যুক্ত থাকবে সাংবাদিক ও দর্শকদের প্রসঙ্গও।

অবশ্য এতকিছুর মাঝেও ভারতের গণমাধ্যমে বিসিসিআই কর্তা দাবি করেছেন, বাংলাদেশ ঠিকই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে। যদিও বিষয়টি সহসাই নিষ্পত্তি হচ্ছে না বলেই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

এফএস