আইপিএল খেলা অনিশ্চিত মোস্তাফিজের, বাদ দিতে বলেছে বিসিসিআই

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান | ছবি: সংগৃহীত
1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ মৌসুমে খেলা হচ্ছে না বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। তাকে ছেড়ে দেয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ (শনিবার, ৩ জানুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে, বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেবে। এছাড়া যদি তারা কোনো পরিবর্তন বা বদলি কাউকে চায়, বিসিসিআই সেটি অনুমোদন করবে।’

তবে ঠিক কী কারণে ফিজকে ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি দেবজিৎ।

আরও পড়ুন:

এর আগে আইপিএল নিলামে ৯ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। বিসিসিআইর নির্দেশের ফলে আইপিএল ২০২৬-এ তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে কেকেআরের স্কোয়াডেও পরিবর্তন আসতে পারে।

আইপিএল ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিদেশি এমার্জিং প্লেয়ার বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে এ পুরস্কার জিতেছিলেন।

আরও পড়ুন:

এসএস