বিসিবির মালিকানায় রূপ বদলেছে চট্টগ্রাম রয়্যালসের

ফ্লোরা শিমু
চট্টগ্রাম রয়্যালসের লোগো
চট্টগ্রাম রয়্যালসের লোগো | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালিকানায় যাবার পর থেকেই রূপ বদলেছে চট্টগ্রাম রয়্যালস। নতুন করে এবার টুর্নামেন্টের মাঝপথে দুই বিদেশিকে দলে নিচ্ছে তারা।

চট্টগ্রাম রয়্যালসের কোচিং প্যানেলে থাকা সাবেক এক ক্রিকেটার এখন টিভিকে জানান, পাকিস্তান থেকে আমের জামাল এবং ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম রসিংটনকে দলে টেনেছে তারা।

আরও পড়ুন:

যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে পাওয়া হচ্ছে না এ দুই তারকাকে। তবে পরের ম্যাচগুলোতে দু’জনই যোগ দেবেন রয়্যালস শিবিরে।

আমের জামাল এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইটান্সের হয়ে দুই মৌসুম মিলিয়ে বিপিএলে খেলেছেন পাঁচ ম্যাচ। আর অ্যাডাম রসিংটন বিপিএলে তিন ম্যাচ খেলেছিলেন দুর্দান্ত ঢাকার জার্সিতে।

এফএস