বিপিএলের নতুন আসরকে সামনে রেখে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে দলগুলো। রংপুর রাইডার্স ও নতুন ফ্রাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স যেন সবার থেকে একধাপ এগিয়ে। প্রস্তুতির শুরুর দিকেই নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ দিয়ে শক্তিমত্তাটা বাজিয়ে নিলো এ দু’দল।
বিদেশি ক্রিকেটাররা এখনও যোগ দেননি দলের সঙ্গে। তাই প্রীতি ম্যাচটিতে ছিলেন দেশি প্রায় সব ক্রিকেটার। ম্যাচ শেষে দল নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের তরুণ পেসার রিপন মন্ডল।
রাজশাহী ওয়ারিয়র্স বোলার রিপন মন্ডল বলেন, ‘যার বল যেখানে ছিলো তাকে সেখানে বলিং বা ব্যাটিং করানো হয়েছে। ওভারঅল মিলিয়ে আমাদের ক্লিয়ার প্ল্যান থাকলো কখন কিভাবে কি করা হবে। টিম ম্যানেজমেন্ট যখন আমাকে নিয়েছে তখন আমার প্রতি একটি আশা নিয়েই নিয়েছে। আমি যদি এটি ডেলিভার করতে পারি তাহলে এটি আমার জন্য ভালো আমার টিমের জন্যও ভালো।’
আরও পড়ুন:
রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার আজই যোগ দিয়েছেন দলটির সঙ্গে। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরীক্ষিত ও অভিজ্ঞ কোচ এর আগে দলটিকে জিতিয়েছিলেন গ্লোবাল সুপার লিগ। গত আসরেও তার নেতৃত্বে সফল ছিলো রংপুর। প্রীতি ম্যাচ শেষে দল ও বিপিএল নিয়ে জানালেন নিজের মতামত। সঙ্গে ডাগআউটে বড় তারকাদের সামলানো কঠিন হবে কিনা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ। এবারও শক্তিশালী দল নিয়ে লড়াইয়ে নামছেন এ প্রোটিয়া কোচ।
রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার বলেন, ‘ভালো দল গড়ায় আমাদের ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাচ্ছি। এ দলের গভীরতা বেশ। গত বছরের বেশ কিছু খেলোয়াড়ও দলে রয়েছে। আজকে প্রস্তুতি ম্যাচ দেখলাম। অনেক কিছুই বোঝার চেষ্টা করেছি। যদিও আমি আজই দলের সঙ্গে যোগ দিয়েছি।’
এদিকে পূর্বাচলের ক্রিকেটার্স অ্যাকাডেমিতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরেছে ঢাকা ক্যাপিটালস। একই মাঠে বিকালে অনুশীলনে ঘাম ঝরিয়েছে বিপিএলের নয়া দল নোয়াখালী এক্সপ্রেস।





