নিলামের সঞ্চালক মল্লিকা সাগরের ডাকতে ডাকতে কি গলা শুকিয়ে এসেছিল? তাকে কেনার লড়াইয়ে নেমেছিল তিনটি ফ্র্যাঞ্চাইজি—কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন:
মুম্বাই ইন্ডিয়ানস তার ভিত্তি মূল্য ডেকে লড়াইয়ে আর অংশ নেয়নি। এরপর শুরু হয় কলকাতা ও রাজস্থানের বিডের লড়াই। দুই দলের টানাটানিতে দাম ওঠে ১৩ কোটি ৬০ লাখ রুপি।
এ পর্যায়ে রাজস্থান সরে আসে লড়াই থেকে। এরপর কলকাতাকে ঠেকাতে বিড শুরু করে চেন্নাই। শেষ পর্যন্ত কলকাতার ভাগ্যেই গ্রিন–শিঁকে ছিঁড়ল। আইপিএলে বিদেশি খেলোয়াড়ের জন্য এটাই সর্বোচ্চ দাম।





