৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

বাঁহাতি পেস বোলার মোস্তাফিজুর রহমান
বাঁহাতি পেস বোলার মোস্তাফিজুর রহমান | ছবি: সংগৃহীত
0

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি বাঁহাতি পেস বোলার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের নিলামে এ ঘোষণা দেয়া হয়।

মোস্তাফিজুর রহমানকে পেতে রীতিমতো লড়াই করে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ২ কোটি ভিত্তি মূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা।

আরও পড়ুন:

আইপিএল নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য এটি। আসন্ন আসরে এখন পর্যন্ত বিক্রি হওয়া খেলোয়াড়দের মধ্যে পঞ্চম সর্বোচ্চ দাম এটি এবং বিদেশি প্লেয়ার লিস্টে সর্বোচ্চ দামে তৃতীয়।

প্রসঙ্গত, এবারের আইপিএলে ষষ্ঠ দল হিসেবে কলকাতায় খেলবেন মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন এই কাটার মাস্টার।

সেজু