লাল-সবুজে মোড়ানো মাঠ, প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মিলনমেলা—সব মিলিয়ে বিজয় দিবসের আবহে এক ভিন্নমাত্রা যোগ করতে যাচ্ছে কোয়াবের আয়োজনে বিজয় দিবস এক্সিবিশন ম্যাচ ২০২৫।
ম্যাচ নিয়ে নিজের আগ্রহের কথা জানালেন টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত। প্রতিপক্ষকে একবিন্দু ছাড় দিতে নারাজ তিনি। খুনসুঁটির মাঝেও জানিয়ে দিলেন এই ম্যাচ আয়োজনের মূল উদ্দেশ্য।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ক্রিকেটার হিসেবে খেলার মাধ্যমে যদি সেলিব্রেট করতে পারি, তাহলে তো সেটা খুবই আনন্দের বিষয়। পাশাপাশি ওইদিন এক্স ক্রিকেটাররাও খেলবেন যতটুকু জানি, তো ওনাদের সবার সঙ্গে দেখা হবে। পুরো দিনটা যদি আমরা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করতে পারি, অবশ্যই সেটা অনেক ভালো লাগার বিষয়।’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও বিজয় দিবসের এ আয়োজনকে দেখছেন অনুপ্রেরণার চোখে। শান্তর চ্যালেঞ্জের জবাব মাঠের খেলায় দিতে চান মিরাজ।
আরও পড়ুন:
মিরাজ হেসে বলেন, ‘যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। তারা আমাদের থ্রেট দিচ্ছে, তবে আমরা মাঠে এর জবাব দিতে চাই।’
কোয়াবের এ এক্সিবিশন ম্যাচ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। প্রথমবারের মতো এ আয়োজন হলেও ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে চান কোয়াব সভাপতি মিথুন। ম্যাচ থেকে অর্জিত অর্থ অসহায় ক্রিকেটারদের জন্য ব্যয় করতে চান তারা।
কোয়াব সভাপতি বলেন, ‘ম্যাচটা আয়োজনের মূল উদ্দেশ্য হলো, এখান থেকে যতটুকু ফান্ড আমরা অ্যারেঞ্জ করতে পারবো, সেটা আমাদের দুঃস্থ ক্রিকেটার যারা আছেন, তাদের জন্য ব্যয় করা যাবে।’
মিরাজ-শান্ত—দু’জনের বক্তব্যেই স্পষ্ট, ক্রিকেট শুধু খেলা নয়, এটি দেশকে ভালোবাসার এক ভাষা। তাই খেলোয়াড়দের আশা, বিজয়ের মাসে কোয়াবের এ এক্সিবিশন ম্যাচ হয়ে থাকবে স্মরণীয় এক আয়োজন।





