কমিশনপ্রাপ্তরা হলেন- মো. হুমায়ুন কবির, এমসিপিও (এল); মো. গিয়াস উদ্দিন, এনপিপি, এমসিপিও (এক্স) (জিআই); এ এস এম জামিউল আজিম, এমসিপিও (মেড) (আইসিএ); মোঃ আবু ইউসুফ, এমসিপিও (এল); মো. মোশারফ হোসেন খান, এমসিপিও (ক্যাট); মো. মোজাম্মেল হক , এমসিপিও (ক্যাট) ; কে বি এম নূরুল ইসলাম, এমসিপিও (এক্স) (জিএ-১);মোশাররফ হোসেন, এনপিপি, এমসিপিও (এক্স) (জিআই); মো. আব্দুল ওয়াহেদ, এমসিপিও (ই); মো. নুরুল ইসলাম, ওএসপি, এমসিপিও (ই); মো. মোখলেছুর রহমান, এনপিপি, এমসিপিও (কম); মোহাম্মদ হাছান, বিসিজিএম, এমসিপিও (রেগ); সৈয়দ খালেদ রানা, এনইউপি, এমসিপিও (এক্স) (জিআই); মো. খায়রুজ্জামান, এমসিপিও (এক্স) (এসআর-১); এ কে এম কামাল উদ্দিন, এমসিপিও (এক্স) (কিউএ-১); এস এম হাসিয়ার, এমসিপিও (এস); মুহাম্মদ মোর্শেদ আলম মীর, এমসিপিও (আর); মো. আয়নাল হক ভূঞা, এমসিপিও (মেড) (ওটিএ); মো. মাহমুদুল হাসান, এমসিপিও (ক্যাট); হারুন অর রশিদ, এমসিপিও (এক্স) (কিউআরপি-১)।
নৌবাহিনীর এ অনারারি কমিশন ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





