বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর | ছবি: সংগৃহীত
0

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ২০ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিশনপ্রাপ্তরা হলেন- মো. হুমায়ুন কবির, এমসিপিও (এল); মো. গিয়াস উদ্দিন, এনপিপি, এমসিপিও (এক্স) (জিআই); এ এস এম জামিউল আজিম, এমসিপিও (মেড) (আইসিএ); মোঃ আবু ইউসুফ, এমসিপিও (এল); মো. মোশারফ হোসেন খান, এমসিপিও (ক্যাট); মো. মোজাম্মেল হক , এমসিপিও (ক্যাট) ; কে বি এম নূরুল ইসলাম, এমসিপিও (এক্স) (জিএ-১);মোশাররফ হোসেন, এনপিপি, এমসিপিও (এক্স) (জিআই); মো. আব্দুল ওয়াহেদ, এমসিপিও (ই); মো. নুরুল ইসলাম, ওএসপি, এমসিপিও (ই); মো. মোখলেছুর রহমান, এনপিপি, এমসিপিও (কম); মোহাম্মদ হাছান, বিসিজিএম, এমসিপিও (রেগ); সৈয়দ খালেদ রানা, এনইউপি, এমসিপিও (এক্স) (জিআই); মো. খায়রুজ্জামান, এমসিপিও (এক্স) (এসআর-১); এ কে এম কামাল উদ্দিন, এমসিপিও (এক্স) (কিউএ-১); এস এম হাসিয়ার, এমসিপিও (এস); মুহাম্মদ মোর্শেদ আলম মীর, এমসিপিও (আর); মো. আয়নাল হক ভূঞা, এমসিপিও (মেড) (ওটিএ); মো. মাহমুদুল হাসান, এমসিপিও (ক্যাট); হারুন অর রশিদ, এমসিপিও (এক্স) (কিউআরপি-১)।

নৌবাহিনীর এ অনারারি কমিশন ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এএইচ