অ্যাশেজের দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার জয়, ম্যাচসেরা স্টার্ক

স্মিথকে জড়িয়ে ধরে ওয়েদার‌্যাল্ডের উদযাপন
স্মিথকে জড়িয়ে ধরে ওয়েদার‌্যাল্ডের উদযাপন | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের অ্যাশেজ টেস্টে ২-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। পুরো ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন মিচেল স্টার্ক।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশরা। ১ম দিনে জো রুটের ১৩৮ রানের কল্যাণে ৩৩৮ রানের পুঁজি পায় ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটারদের দৃঢ়তায় দারুণ জবাব দেয় অজিরা।

জ্যাক ওয়েদার‌্যাল্ডের ৭২, মার্নাস লাবুসেইনের ৬৫, স্মিথের ৬১ ও শেষ দিকে মিচেল স্টার্কের ৭৭ রানের কল্যাণে ৫১১ রানের স্কোর গড়ে অস্ট্রেলিয়া। এতে ১৭৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ইংলিশরা।

আরও পড়ুন:

তবে এ ইনিংসের শুরু থেকেই অজি বোলারদের তোপে পড়ে মাত্র ১৩৪ রানেই ৬ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে বেন স্টোকসরা। চতুর্থ দিনে বাজ বল ক্রিকেট থেকে বেরিয়ে পুরনো ধাঁচে ব্যাট করলেও ২৪১ রানে অলআউট হয় তারা।

ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৫ রান। দ্বিতীয় ইনিংসে ২২ বলে ২২ রান করে গাস এটকিনসনের বলে বোল্ড হন ট্রাভিস হেড। ৩ রান করা লাবুসেইনকে স্মিথের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন গাস।

তবে শেষ পর্যন্ত স্মিথের অপরাজিত ২৩ ও ওয়েদার‌্যাল্ডের ১৭ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। এ জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো টিম অস্ট্রেলিয়া।

এসএইচ