বিজয় দিবসে কোয়াবের প্রীতি ম্যাচ, মাঠ মাতাবেন বর্তমান ক্রিকেটাররা

মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত
মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত | ছবি: সংগৃহীত
0

আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব অ্যাসোসিয়েশন (কোয়াব)। তবে বিগত সময়ে সাবেক ক্রিকেটাররা খেললেও এবার মাঠ মাতাবেন শান্ত-মিরাজদের মতো বর্তমান ক্রিকেটাররা। আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

বিজয় দিবসে প্রীতি ম্যাচে অদম্য ও অপরাজেয় নামে দুটি দলে ভাগ হয়ে জাতীয় দল ও জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা। অদম্য দলের অধিনায়কত্ব করবেন মেহেদি হাসান মিরাজ আর অপারেজয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়াও দল দুটিতে খেলবেন সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, নাহিদ রানারা।

আরও পড়ুন:

আর দুটি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল এবং সোহেল ইসলাম। মূলত কোয়াবের জন্য তহবিল সংগ্রহ করতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। বিসিবির সহযোগিতায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দর্শকরা টিকিট কেটে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

ইএ